৫৩ দিন পর হিলি বন্দরে পেঁয়াজ আমদানি

প্রায় দুই মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে পেঁয়াজ। বন্দর দিয়ে ২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে মেডলাইভ প্যাকেজিং অ্যান্ড কোম্পানি।

মঙ্গলবার (৯ মে) বিকেলে ভারত থেকে ১ ট্রাক পেঁয়াজ আসার মাধ্যমে শুরু হয়েছে আমদানি কার্যক্রম।

দেশের পেঁয়াজ চাষিদের কথা বিবেচনায় নিয়ে চলতি বছরের ১৫ মার্চ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ করে দেয়। এরপর বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। এর প্রভাবে দফায় দফায় দেশের বাজারে ওঠানামা করছে পেঁয়াজের দাম।

তবে টানা ১ মাস ২৩ দিন বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারতীয় ১ ট্রাক পেঁয়াজ। পেঁয়াজ আমদানির খবরে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন বন্দরের ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানির খবরে মুহূর্তেই বন্দরে জড়ো হয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।

বন্দরের ব্যবসায়ী আক্কাস আলী বলেন, দীর্ঘ সময় ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ। আজ হঠাৎ আমদানি করা ট্রাক বোঝাই পেঁয়াজ এসেছে। আরেক ব্যবসায়ী তাকরিম-ই-এলাহী বলেন, পেঁয়াজ আমদানির খবরে বন্দরে ছুটে এসেছি। সত্যিই ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে দেখে ভালো লাগছে।

এদিকে আইপি বন্ধ থাকলেও কীভাবে পেঁয়াজ আমদানি হলো এ বিষয়ে জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি রোস্তম আলী বলেন, ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানিকারক কোম্পানিটি খাবার অথবা পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে এসব পেঁয়াজ আমদানি করেছে।

আর হিলি স্থলবন্দরের উদ্ভিদসংগ নিরোধ কেন্দ্রের রোগতত্ত্ব কর্মকর্তা কৃষিবিদ শামিম আহমদ সরকার বলেন, ‘আইপি বন্ধ থাকার পরেও কাঁচা পেঁয়াজ কীভাবে আমদানি হলো, তা আমাদের জানা নেই। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

Leave a Comment