সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরি উদ্বোধন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) বহুজাতিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটি জার্মানি জিএমবিএইচর অঙ্গপ্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য আলী আহসান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানজিমা বিনতে মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান, সিএইচটি গ্রুপের সিএফও অ্যাক্সেল ব্রিটলিং, সিএইচটি গ্রুপের সিটিও বার্নহার্ড হেটিচ এবং গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (টেক্সটাইল) বেনোয়া মুটল্ট।

বাংলাদেশে সরকারের প্রথম প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিআই’র বর্তমানে মেঘনা ইকোনমিক জোন (এমইজেড), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) এবং কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড) নামে ৩টি ইকোনমিক জোন রয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত এমআইইজেড হচ্ছে এমজিআইয়ের স্থাপন করা দ্বিতীয় ইকোনমিক জোন। এমআইইজেড-এ অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের বিনিয়োগকারীর মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠানসহ মোট ২২টি শিল্প ইতিমধ্যে স্থাপিত হয়েছে।

Leave a Comment