রাজধানীর কারওয়ান বাজারের শুটকীপট্রি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এরপর বেলা ১২ টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, ওই যুবক সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে তারা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়। তবে তার পরিচয় এখনও বের করা যায়নি। এ নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, যুবকের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে। তার পরিচয় বের করতে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে। এর মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা হবে।