আবার বাড়লো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নেয়। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হচ্ছে।

নতুন দাম অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা

Leave a Comment