দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশকে ধ্বংস করার জন্য দুই-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করে ছিন্নভিন্ন করবে।

মঙ্গলবার (০২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণার পথসভায় শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কথা বলেন তিনি।

এসময় আইনমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে ঘর দিচ্ছেন, তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানি, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মো. লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী সকাল সাড়ে ১০টায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পরে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তিনি মনিয়ন্দ ইউনিয়নের ৯টি পথসভায় যোগ দেন।

Leave a Comment