রাজধানীতে দিনভর জ্বালাও-পোড়াও, প্রধানমন্ত্রীর শান্তির বার্তা

রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিএনপি ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুত্বর আহত হন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। এরপর পুলিশ আমানকে ঘটনাস্থল থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। একই ঘটনায় আহত হন দলটির আরেক কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায। তাকে পুলিশ ঘটনাস্থল থেকে ডিএমপি কার্যালয়ে নিয়ে যায়।

দলটির শীর্ষ দুই নেতাকে যখন পুলিশ ভ্যানে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় তখন ধারণা করা হচ্ছিল পুলিশ হয়তো তাদের গ্রেফতার দেখাবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কর্মসূচি থেকে পুলিশ তুলে নেওয়ার পর অসুস্থ বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে ভর্তি করার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে; তার খোঁজ-খবর নিতে সেখানে প্রতিনিধি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু আমানকে দেখে আসার পর সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি আমান ভাইর উন্নত চিকিৎসার জন্য যা যা করার প্রয়োজন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যে কোনো জায়গায় যেতে পারেন।

তিনি বলেন, রাজনীতির বাইরেও আমাদের মাঝে একটা মানবিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তার জন্য ফল ও খাবার পাঠিয়েছেন। জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এমতবস্থায় অনেকেই মনে করছেন আমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে শান্তির বার্তা দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে আপাতত জ্বালাও-পোড়াও থেকে সরে এসে আলোচনার পথে হাটতে পারে দুই দল। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজারবাগে চিকিৎসা দিয়ে তার অফিসে পৌঁছে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তাকে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেওয়া হয়।

Leave a Comment