যেকোনো পোশাকে কন্ট্রাস্ট করে দারুণ মানিয়ে যায় রুপালি গয়না। অক্সি, মেটালেও রুপালি রং বরাবর জনপ্রিয়। লম্বা মালা বা দুল শাড়ি, কামিজ, পশ্চিমা—সব পোশাকেই মানানসই।
একটি মালা, একটি বালা কিংবা শুধুই কানে দুল—ফ্যাশনে এখন এই স্টাইল ভীষণ ট্রেন্ডি। একে তো পহেলা বৈশাখের উদযাপন, তায় আবার ঈদ! গয়নাও তাই রঙের ছটায় পূর্ণ।
সোনার গয়নার আবেদন চিরন্তন। তবে দাম বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকছেন সোনার পানিতে ধোয়া গয়নার দিকে। বৈশাখ উদযাপন হোক বা ঈদ উৎসব , ট্র্যাডিশনাল লুকের চাহিদা মেটাতে সোনালি গয়নার জুড়ি মেলা ভার।