1/ নীল ফুল বিরল৷ তবে যে গুটিকয়েক ফুলে নীলরং দেখতে পাওয়া যায় তার মধ্যে অপরাজিতা বা নীলকণ্ঠ অন্যতম৷ সাদার পাশাপাশি নীল অপরাজিতাও আয়ুর্বেদে ব্যবহৃত হয়৷
2/ বহু অসুখ নিরাময়ে সাহায্য করে এই ফুল৷ নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্টে দূর হয় অ্যাংজাইটি ও স্ট্রেস৷
বহু অসুখ নিরাময়ে সাহায্য করে এই ফুল৷ নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্টে দূর হয় অ্যাংজাইটি ও স্ট্রেস৷
3/ নীল অপরাজিতায় আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান৷ ইনফ্লেম্যাশন কমিয়ে একাধিক ক্রনিক অসুখ উপশম করার উপাদান আছে নীল অপরাজিতায়৷
নীল অপরাজিতায় আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান৷ ইনফ্লেম্যাশন কমিয়ে একাধিক ক্রনিক অসুখ উপশম করার উপাদান আছে নীল অপরাজিতায়৷
4/ অপরাজিতা ফুলের নির্যাসে তৈরি চায়ের গুণে শরীরের যন্ত্রণা ও পেশি ফুলে ওঠা রোধ করে৷ এতে থাকা ফ্ল্যাভোনয়েডে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়৷
অপরাজিতা ফুলের নির্যাসে তৈরি চায়ের গুণে শরীরের যন্ত্রণা ও পেশি ফুলে ওঠা রোধ করে৷ এতে থাকা ফ্ল্যাভোনয়েডে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়৷
5/ গবেষণায় দাবি, অপরাজিতার নির্যাস ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়৷ ফলে ওজন কমিয়ে রোগা হতে সাহায্য করে৷ তবে এ বিষয়ে আরও গবেষণা দরকার৷
গবেষণায় দাবি, অপরাজিতার নির্যাস ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়৷ ফলে ওজন কমিয়ে রোগা হতে সাহায্য করে৷ তবে এ বিষয়ে আরও গবেষণা দরকার৷
6/ ক্ষুদ্রান্তের স্বাস্থ্য রক্ষা করে হজমে সাহায্য করে নীল অপরাজিতা ফুল৷
ক্ষুদ্রান্তের স্বাস্থ্য রক্ষা করে হজমে সাহায্য করে নীল অপরাজিতা ফুল৷
7/ এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।