প্রকৃতিতে বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। বাইরে থেকে ঘরে ফিরলেই একবারে ঘাম ঘাম অবস্থা। এমন অবস্থায় অনেকে শরীর ঠাণ্ডা করার জন্য এসি চালায়। কিন্তু শীতের কয়েক মাস এসি বন্ধ ছিল। এ কারণে হঠাৎ করেই এসি চালানো ঠিক হবে না। সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-
১. অনেকদিন বন্ধ থাকার কারণে এসিতে ধুলো ময়লা জমতে পারে। তাই চালানোর আগে অবশ্য়ই ভালো করে এসি পরিষ্কার করে নিন। তা না হলে হঠাৎ করেই বিকল হতে পারে যন্ত্রটি।
২. নতুন করে এসি কিনতে হলে অবশ্য়ই ঘরের আয়তন বুঝে কিনুন। তা না হলে এসি বেশিদিন টিকবে না।
৩. আজকাল প্রায়ই এসি থেকে দুর্ঘটনার কথা শোনা যায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ হল এসির গ্যাস লিক হওয়া। এ কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর, আবার এসি চালাতে গেলে আগে গ্যাস লিক হচ্ছে কি না, সেটা ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন।
৪. একটানা এসি চালানোর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেখান থেকেও অনেক সময়ে দুর্ঘটনা ঘটে। তাই প্রথম চালু করার পরই একটানা বেশিক্ষণ এসি চালাবেন না।