রেস্তরাঁর মতো ফ্রাইড চিকেন উইংস যেভাবে বানাবেন

য়েড চিকেন উইং বরাবরই খুদে থেকে বড়, সকলের বড্ড পছন্দ। খুব অল্প উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রেস্তরাঁর মতো ফ্রায়েড চিকেন উইং। রইল রেসিপি।

উপকরণ

চিকেন উইং: ৮ টি

মধু: ২ টেবিল চামচ

গন্ধরাজ লেবুর রস: ১ টেবিল চামচ

লাল মরিচ কুচি: স্বাদ মতো

গন্ধরাজ লেবুর খোসা: আধ চা চামচ

চালের গুঁড়া: ১ টেবিল চামচ

ট্যাবাসকো সস: ১ টেবিল চামচ

গোলমরিচ: স্বাদ মতো

লবণ: স্বাদ মতো

প্রণালীঃ চিকেন উইংগুলি ভাল করে ধুয়ে তাতে সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। পাঁচ-ছ’ঘণ্টা ফ্রিজে রাখার পর এ বার মাখিয়ে রাখা মুরগির উইংগুলি ডুবো তেলে ভেজে তুলে নিন। চালের গুঁড়া যোগ হওয়ায় এই পদটি বেশি মুচমুচে হবে। মেয়োনিজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন ক্রিসপি ফ্রায়েড চিকেন উইংস।

Leave a Comment