বোতল-টিফিন বক্স ধোওয়ার পরেও গন্ধ যাচ্ছে না?34

টিফিন বক্স এবং পানির বোতল সাবান দিয়ে যতই ধোওয়া হোক না কেন, অনেক সময় কেমন যেন একটা গন্ধ থেকেই যায়। বিভিন্ন ধরনের সাবান, সোডা ব্যবহার করলেও দুর্গন্ধ কিছুতেই কাটতে চায় না। এদিকে আবার কয়েকদিন ব্যবহারের পর সেগুলি ফেলেও দেওয়া যায় না। বোতল এবং টিফিন বক্স থেকে এ ধরনের গন্ধ দূর করতে যা করবেন-

বোতল ও টিফিন বক্স খুলে রাখুন: বোতল ও টিফিন বক্স ধোওয়ার পর বন্ধ করে রাখা অনেকেরই অভ্যাস। এতে গন্ধ দূর হয় না। বরং সেগুলি ধোওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টো করে রাখতে হবে। প্রায় পাঁচ-ছ’ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে ধীরে ধীরে গন্ধ দূর হবে।

লেবুর খোসা: লেবুর রস বের করে সাধারণত খোসাটা ফেলে দেওয়া হয়। এবার লেবুর খোসা ফেলে না দিয়ে পানির বোতল বা টিফিন বক্স পরিষ্কার করার কাজে লাগান। লেবুর খোসায় উপস্থিত সাইট্রিক অ্যাসিড পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধও দূর করে। পানিতে লেবুর খোসা ফুটিয়ে সেই পানি টিফিন বক্সে প্রায় আধা ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দারুচিনি: দারুচিনি ব্যবহার করে টিফিন বক্সের দুর্গন্ধ সহজেই দূর করা যায়। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য টিফিন বক্স এবং বোতলের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। একটি পাত্রে পানি ও দারুচিনি ফুটতে দিন। হালকা ঠান্ডা হলে সেই পানি টিফিন বক্স এবং বোতলে ঢেলে দশ থেকে পনের মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সাদা ভিনেগার: সমপরিমাণ পানি এবং সাদা ভিনেগার মিশিয়ে নিন। লাঞ্চ বক্স বা বোতলে এই মিশ্রণটি ভরে সারারাত রেখে দিন। পর দিন সকালে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ভিনেগার হল প্রাকৃতিক ডিওডোরাইজার, যা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

কাঁচা আলু: টিফিন বক্সের তীব্র গন্ধ দূর করতে আলু ব্যবহার করুন। বক্সটি ভালো করে ধোয়ার পর, অর্ধেক আলুর মধ্যে এক চিমটে লবণ দিয়ে টিফিন বক্সের ভিতরে ঘষে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে খারাপ গন্ধ দ্রুত দূর হবে।

Leave a Comment