ফোনে দীর্ঘক্ষণ কথা বললে যে রোগ হতে পারে

মোবাইল ফোনে কথা বলার সময়েও খেয়ালই থাকে না ঠিক কতক্ষণ ধরে কথা বলছেন। প্রিয়জন, বন্ধুবান্ধব হলে তো আর ঘড়ি ধরে মেপে কথা বলা যায় না।

গবেষণা বলছে, আধা ঘণ্টার বেশি সময় ধরে ফোনে কথা বললে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। এমনকি মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়োফ্রিকোয়েন্সির সঙ্গে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। তথ্যটি ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

বিশ্ব জুড়ে প্রায় বেশির ভাগ মানুষই হাইপারটেনশনে আক্রান্ত। যা কম বয়সে স্ট্রোক, হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি করে।

চীনের সার্দান মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষক শিয়ানহুই কিন বলেন, ‘সারাদিনে কত মিনিট কথা বলছেন, তার উপর নির্ভর করছে কার হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কেমন। একেবারে অল্প বয়স থেকে এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারে কম বয়সীদের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে।’

প্রায় ১২ বছর ধরে ৩৭ থেকে ৭৩ বছর বয়সী দুই লাখ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের মধ্যে প্রায় ১৩ হাজার ৯৮৪ জনের শরীরে হাইপারটেনশনের লক্ষণ দেখা দিয়েছে। মোবাইল ফোন ব্যবহার করেন না যারা, তাদের তুলনায় সাত শতাংশ বেশি।

Leave a Comment