লিপস্টিকের আগে

যুগ যুগ ধরে জনপ্রিয় মেকআপ প্রোডাক্টগুলোর অন্যতম লিপস্টিক। এই জনপ্রিয়তার পেছনে রয়েছে নানা কারণ। যেমন ধরুন, আপনি খুব সুন্দর করে মেকআপ করলেন ফাউন্ডেশন, ব্লাশন, আইলাইনার, আইশ্যাডো, মাশকারা সবই দিলেন; কিন্তু ঠোঁটে যদি লিপস্টিক না থাকে তাহলে সাজটি একদম অসম্পূর্ণই থেকে যায়। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না কীভাবে সঠিক পদ্ধতি মেনে লিপস্টিক দিতে হয়। তা ছাড়া কার ত্বকের সঙ্গে কেমন লিপস্টিক মানাবে সেটিও অনেকের অজানা।

এ প্রসঙ্গে বিন্দিয়া বিউটি সেলুনের রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘লিপস্টিক দেওয়ার আগে শুরুতেই ঠোঁট প্রস্তুত করে নিন। অনেকের ঠোঁট শুষ্ক হয়ে থাকে। তাই লিপস্টিক দেওয়ার আগে নরম একটি টুথব্রাশ দিয়ে ঠোঁট ভালোভাবে এক্সফোলিয়েট করে নিন। এতে করে ঠোঁটে থাকা মরা চামড়াগুলো উঠে আসবে। চাইলে চিনি দিয়েও এক্সফোলিয়েট করে নিতে পারেন। এরপর ঠোঁট হাইড্রেট করার জন্য ভালো মানের লিপবাম লাগিয়ে নিন। লিপবাম ব্যবহারের ফলে ঠোঁট নরম হবে। চাইলে লিপবামের পরিবর্তে লিপ প্রাইমারও ব্যবহার করতে পারেন। লিপ প্রাইমার ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।’

অনেকেই আছেন যাদের ঠোঁট কিছুটা অসম থাকে। এ কারণে বেশ উদ্বিগ্ন থাকতে হয়। কারণ, লিপস্টিক দেওয়ার জন্য একটি ভিত্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের ঠোঁট একটু অসম, তারা ঠোঁটের রঙের সঙ্গে মেলে এমন একটি কনসিলার

শেড বাছাই করুন এবং একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু ড্যাব করুন। বেস সিল করার জন্য এটির ওপর কিছু কমপ্যাক্ট দিন। এটি আপনার ঠোঁটের লিপস্টিকের রঙকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করবে।

আপনার স্বাভাবিক ঠোঁটের রেখা এবং আপনার লিপস্টিককে অগোছালো হওয়া থেকে রোধ করতে, ঠোঁটে একটি ভালো লিপ লাইনার ব্যবহার করুন। এজন্য একটি লিপ লাইনার নিয়ে আপনার ঠোঁটের রেখা অনুযায়ী এক কোণ থেকে অন্য কোণে এঁকে নিন। লিপ লাইনার দেওয়ার সময় ভেতরের লাইনগুলো সামান্য অসম্পূর্ণ হলে চিন্তা করবেন না, কারণ লিপস্টিক যেভাবেই হোক সেগুলোকে ঢেকে দেবে। তাই বাইরের লাইনগুলো যেনো ঠিক থাকে সেদিকে লক্ষ রাখুন।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপরের তিনটি ধাপ ভালোভাবে সম্পন্ন করার পর এবার আপনি আপনার প্রিয় রঙের লিপস্টিক পছন্দ করুন। একটি লিপ ব্রাশের সাহায্যে লিপস্টিক ঠোঁটে দিন। তবে কোণাগুলো যেনো বাদ না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

যাদের ঠোঁট একটু বেশি শুষ্ক তারা ম্যাট লিপস্টিক এড়িয়ে চলুন। কারণ, ম্যাট লিপস্টিক আপনার ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে দেবে। এ ছাড়াআপনার ঠোঁট যদি পাতলা হয়, তবে খুব গাঢ় রং ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ, এতে আপনার ঠোঁট ছোট দেখাবে।

Leave a Comment