আর একদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ইতিমধ্যে নববর্ষের সাজগোজ সম্পর্কে পরিকল্পনা করা হয়ে গিয়েছে।
কী শাড়ি পরবেন, কেমন ভাবে সাজবেন, কী রকম হবে আপনার স্টাইলিং, এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন সবাই। কিন্তু এসবের মাঝেও মনের মধ্যে যে চিন্তা ঘুরছে তা হলো তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। মেকআপ ঘামে গলে যাবে নাতো?
গরমে মেকআপ করার সময়ে সতর্ক থাকা উচিত। এখন প্রশ্ন হল, পহেলা বৈশাখে কেমন হওয়া উচিত মেকআপ? কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়? জেনে নিন ঝটপট
১. চলতি সপ্তাহে গরম আরও বাড়তে পারে। তাপ প্রবাহও চলবে। মেকআপ করার সময়েও কিছু নিয়ম মেনে চলতে হবে। যথাসম্ভব কম মেকআপ ব্যবহার করা উচিত।
মেকআপ শুরুর আগে ত্বককে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। প্রথমে মুখ ক্লিনজিং করে নিয়ে টোনার এবং ময়শ্চারাইজার লাগান। এ ক্ষেত্রে জেল বেসড ময়শ্চারাইজার লাগাতে পারেন। মেকআপের আগে আপনার মুখ প্রস্তুত। ১ মিনিট অপেক্ষা করে মেকআপ শুরু করুন।
২. গরমে ঘামে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্যে শুরুতেই গরম উপযোগী ফেস প্রাইমার মুখে লাগানো প্রয়োজন।
ফাউন্ডেশন সরাসরি লাগানোর আগে মুখে ফেস প্রাইমার ভালো করে ব্লেন্ড করে নিন। চোখের উপরেও লাগান। মেকআপ দীর্ঘক্ষণ থাকতে সাহায্য করে এই প্রাইমার।
৩. গরমকালে হালকা মেকআপের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী ফাউন্ডেশনের পরিবর্তে সিসি বা বিবি ক্রিম ব্যবহার করা সবচেয়ে ভালো।
স্কিনের কমপ্লেকশন অনুযায়ী শেড বেছে নেয়া উচিত। মুখে বিবি বা সিসি ক্রিম লাগিয়ে নেওয়ার পরে সামান্য ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে তা মুখে ভালো করে ব্লেন্ড করে নিন।
৪. চোখের নিচের কালি বা মুখের গাড় দাগ লুকাতে সাহায্য করে কনসিলার। তাই ফ্ললেস স্কিন পেতে চোখের নিচে, ঠোঁটের পাশে এবং মুখের প্রয়োজনীয় অংশে কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
মেকআপ করার সময়ে ব্লাশ অন এবং হাইলাইটার লাগাতে ভুলবেন না! চিক বোনে, নাকের ডগায়, থুতনিতে এবং চোখের পাতায় হাইলাইটার লাগিয়ে নিন। গালে পছন্দের ব্লাশ লাগিয়ে নিন। আপনার লুক দেখে সবাই প্রশংসা করবেন।
৫. বাঙালি মেয়েদের সাজ সম্পূর্ণ হয় কাজলের মধ্যে দিয়ে। আই মেকআপ শুরু করার আগে আই প্রাইমার লাগিয়ে তারপর ওয়াটারপ্রুফ কাজল এবং লাইনার পরুন। ন্যুড আই শ্যাডো ব্যবহার করতে পারেন। সুন্দর দেখতে লাগবে আপনাকে।