পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও শহরের বাহাদুর পাড়ায় পুকুরে ডুবে লুবান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার (০৯ মে) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসাইন। নিহত লুবান পৌরসভার বশিরপাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের সন্তান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

স্টেশন অফিসার সারোয়ার হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তারা পাঁচ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যায়। যে নিখোঁজ ছিল সে সাতার জানতনা। ডুব দিতে গিয়ে সে পানির নিচে তলিয়ে যায়। পরে দুই ঘন্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পানিতে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Comment