‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ নাজমুল

বেসরকারি টেলিভিশন আরটিভি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইস ইস্পাত আলোকিত কোরআন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ নাজমুল হাসান নাঈম। প্রথম রানার্স আপ হয়েছেন হাফেজ আবদুর রহমান।

এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন হাফেজ হামিদ সরদার, হাফেজ মহিবুল্লাহ মাসুম হাফেজ আফ্ফান বিন সিরাজ। কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে যাচাই-বাছাই শেষে সেরা ৫জন উঠে আসে গ্রান্ড ফিনালের রাউন্ডে।

পুরো আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমরা। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান ও পরিচালনা করেছে আরটিভি অনুষ্ঠান বিভাগ।

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জি পি এইচ ইস্পাত আলোকিত কোরআন- ২০২৩’ প্রতিদিন আরটিভির পর্দায় বিকাল ৫টায় সম্প্রচার করা হয়েছে। ওই আয়োজনের সমাপনী অনুষ্ঠান প্রচার হয় ২৭ রমজান বিকাল ৫টায়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জিপিএইচ ইস্পাতের পরিচালক আশরাফুজ্জামান।

Leave a Comment