ঢাকা: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করে গুনাহ মাফ আর মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে এ প্রার্থনা করা হয়।
এসময় দেশজুড়ে বিভিন্ন স্থান থেকেও ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে একই ধরনের দোয়া করা হয়।
প্রার্থনায় সবার সুস্থতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ইমানি ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তি ও উম্মতে মুহাম্মাদিদের জন্য খাস রহমত প্রার্থনা করা হয়।
সকালে ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন মসজিদে। সকালের আবহাওয়া ভালো থাকায় কোনো সমস্যা হয়নি বলেই জানান তারা।