রাত জেগে ইবাদত

রমজানের শেষ ভাগে নবীজি (সা.) ইবাদতে বেশি মনোযোগী হতেন। রাত জেগে আমল করতেন। নামাজ পড়তেন। কোরআন তেলাওয়াত করতেন। জিকির করতেন। পরিবারদের ইবাদতে উদ্বুদ্ধ করতেন।

হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন রমজানের শেষ সময় আসত, রাসুল (সা.) ইবাদতের জোর প্রস্তুতি নিতেন। নিজে রাত্রি জাগরণ করতেন। পরিবার-পরিজনকে জাগিয়ে তুলতেন।’ -সহিহ বোখারি : ২০২৪

Leave a Comment