মানুষের হৃদয় কীভাবে পরিচ্ছন্ন হবে সে বিষয়ে কোরআন-হাদিসের আলোকে অভিজ্ঞজনরা বলেছেন, অন্তরের দশটি রোগ আছে, যেগুলোর চিকিৎসা করলে আশা করা যায়, আল্লাহ অন্তর বিশুদ্ধ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেবেন। অন্তরের ১০টি রোগ হলো বেশি খাওয়া এবং ভালো খানার প্রতি লোভ, অধিক কথা বলা, অহেতুক রাগ, হিংসা, কৃপণতা ও সম্পদের মোহ, খ্যাতি ও পদের মোহ, দুনিয়াপ্রীতি, অহংকার, আত্মতুষ্টি ও লোক দেখানো মনোভাব। এই অভ্যাসগুলো পরিহার করা।
ইরশাদ হয়েছে, ‘অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল পাঠিয়েছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদের পরিশুদ্ধ করে আর তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়। যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।’ -সুরা আলে ইমরান : ১৬৪
বর্ণিত আয়াতে নবী পাঠানোর তিনটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। ক. কোরআন তেলাওয়াত, খ. অন্তর পরিশুদ্ধকরণ ও গ. হিকমত শিক্ষা দেওয়া। অন্তর পবিত্রকরণ বলতে, আকিদা, আমল এবং নৈতিকতার সংশোধনকে বুঝায়।