দিন-রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো- একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হজরত রাসুল (সা.) বলেন, রাতে আল্লাহতায়ালা তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার কাছে তওবা করে। এমনিভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করেন, যেন রাতের অপরাধী তার কাছে তওবা করে। এমনিভাবে দৈনন্দিন চলতে থাকবে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। -সহিহ মুসলিম : ৬৮৮২
