-ভিক্ষুককে দেওয়ার জন্য পকেটে হাত দিলেন, কিন্তু জানতেন না পকেট খালি, দিতে পারলেন না। নেকি কিন্তু পেয়ে গেলেন।
– কাউকে রাস্তা পারাপার করতে এগিয়ে গেলেন সাহায্যের জন্য। এরই মধ্যে অন্য কেউ এসে সাহায্য করে ফেলল। আপনি কিন্তু কদম এগিয়ে নেওয়ার জন্য নেকি পেয়ে গেলেন।
– ভবিষ্যতে হজ করবেন, মসজিদ-মাদ্রাসা করবেন, এ রকম পাকা নিয়ত করছেন। সেজন্য পরিশ্রমও করে চলেছেন। কিন্তু তার আগেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হলো আপনাকে। নেকি কিন্তু পেয়ে গেছেন।
– বাসে কোথাও যাচ্ছেন। সিটে বসে আছেন, সামনে বয়োবৃদ্ধ বা নারী কেউ দাঁড়িয়ে আছেন। তার জন্য আসন ছেড়ে দিতে দাঁড়িয়ে গেলেন। এর মধ্যে অন্য কেউ আসন ছেড়ে দিল তাদের জন্য। নেকি কিন্তু পেয়ে গেলেন।
– কেউ ধার চাইল। বিপদে পাশে দাঁড়াতে তাকে ধার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর মধ্যে সে অন্যত্র থেকে ম্যানেজ করে নিল টাকা। নেকি কিন্তু পেয়ে গেলেন।
– মন মানতে চাইছে না, তবুও আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে দিলেন, নেকি কিন্তু পেয়ে গেলেন।
– আপনি জানেন, আপনার কোনো দোষ নেই। তবু ঝগড়া-বিবাদ তর্ক-বিতর্কে না জড়িয়ে আল্লাহর জন্য চুপ হয়ে গেলেন। নেকিও পেলেন সেই সঙ্গে হাদিসের বর্ণনানুযায়ী আপনার জন্য জান্নাতের সম্মুখে একটা ঘরের জিম্মাদারিও নিলেন হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
– বিক্রীত মাল ক্রেতার কাছ থেকে ফেরত নিলেন, আপনার জিনিস আপনি ফেরত নিলেন অথচ অনেক বড় নেকির ভাগীদার হয়ে গেলেন।
যদি জিজ্ঞেস করেন, এ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কী? উত্তর হলো নেকি কামাই করা। হ্যাঁ, এ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে নেকি কামানো। শুধু নিয়ত নেক হলেই হলো। এর চেয়ে সহজ কাজ আর দুনিয়াতে একটাও নেই। শুধু নেক নিয়তে নিজের কদম এগিয়ে নেওয়াটাই আপনার কাজ। কারণ আল্লাহ কখনোই চাইবেন না, তার কোনো বান্দা জাহান্নামে যাক। একমাত্র সীমালঙ্ঘনকারীদের জন্য তিনি জাহান্নাম তৈরি করেছেন।