প্রশ্ন : আমরা জানি, পুরুষের জন্য টাখনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইত্যাদি পরা হারাম বা কবিরা গোনাহ। নামাজ পড়ার সময় কোনো ব্যক্তির প্যান্ট, পায়জামা বা লুঙ্গি যদি টাখনুর নিচে থাকে তাহলে কি তার নামাজ আদায় হবে?
উত্তর : নামাজের ভেতরে এবং নামাজের বাইরে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইত্যাদি পুরুষের নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র বা লুঙ্গি ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে নামিয়ে রাখা কবিরা গোনাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে ইজার রেখে নামাজ পড়ে তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। তবে নামাজ পুনরায় আদায় করার প্রয়োজন নেই। আর যদি ভুলবশত টাখনুর নিচে লুঙ্গি থেকে যায় তাহলে সে ক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হবে না। কিন্তু এ বিষয়টি স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তা টাখনুর ওপর উঠিয়ে নেওয়া আবশ্যক। ফতোয়া মাহমুদিয়া : ৬/৬৫৪