আল্লাহর আদেশের বিরুদ্ধে যা কিছু করা হয় তাই পাপ। ইসলাম ধর্মে শুধুমাত্র নবী এবং ফেরেশতাদের পাপহীন মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে, ইবলিস (শয়তান) পাপের দিকে মানবজাতিকে প্রলুব্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
সব পাপই ঘৃণিত কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয় যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কলুষিত ওইসব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে থাকে। তাই ওই পাপীদের ওপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসুল (সা.)-এর অভিশাপও পতিত হয়ে থাকে।
এমন ১০টি পাপের কথা উল্লেখ করা হলো; যেসব পাপে রাসুল (সা.) অভিশাপ দিয়েছেন।
অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখানো : অন্যায়ভাবে বা দুষ্টুমি করে কারও দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো ইসলামে নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত আল্লাহর রাসুল (সা.) তাদের ওপর অভিসম্পাত করেছেন।