তওবা অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। পরিভাষায়, পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসাকে তওবা বলে। মানবজীবনে তওবার গুরুত্ব অপরিসীম। কারণ, তওবার মাধ্যমেই কেবল আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর, খাঁটি তওবা।’ (সুরা তাহরিম: ৮)
প্রত্যেক মানুষের তওবার সঙ্গে সংযুক্ত থাকা আবশ্যক। এতে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন এবং তাকে ক্ষমা করেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন।’
(সুরা বাকারা: ২২২)
মহানবী (সা.) বলেন, ‘হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা কর। কেননা, আমি প্রতিদিন শতবার তার কাছে তওবা করি।’