ওমরাহ করার পর হজ না করলে কি গুনাহ হবে?

প্রশ্ন : কোনো ব্যক্তি ওমরাহ পালন করার পরে কোনো ওজর বা শারীরিক অক্ষমতার কারণে মূল হজ পালন করতে না পারলে কি তাঁর গুনাহ হবে? ওমরাহ হজ পালন করার পর মূল হজ পালন করতেই হবে, এমন কথা কতটুকু সত্য?

উত্তর : হজ আর ওমরাহর বিধান সম্পূর্ণ ভিন্ন। কোনো ব্যক্তি ওমরাহ আদায় করার পর যদি তাঁর কোনো শারীরিক অক্ষমতা দেখা দেয়, কিন্তু যদি হজ তাঁর ওপর ফরজ হয়ে যায়, তাহলে তিনি তাঁর পক্ষ থেকে বদলি হজ করাবেন। হজ ফরজ হওয়ার যে বিধান আছে, সেটি যদি তাঁর ওপর প্রযোজ্য হয়, তাহলে তাঁকে অবশ্যই হজ করতে হবে।

কোনো ব্যক্তি ওমরাহ আদায় করার পর তিনি যদি শারীরিক ও আর্থিকভাবে অক্ষম হয়ে পড়েন, সে ক্ষেত্রে যদি তাঁর ওপর হজ ফরজ না হয়ে থাকে, তাহলে তিনি ওমরাহ করার জন্য সওয়াব পেয়ে যাবেন, তাঁকে হজ করতে হবে না। ওমরাহ করলেই হজ করতে হবে—এই মাসয়ালা একেবারেই ভুল। ওমরাহ করলে তিনি ওমরাহর সওয়াব পাবেন। আর হজ যদি তাঁর ওপর ফরজ হয়, তাহলে তিনি হজ আদায় করবেন। যদি এ সামর্থ্য তাঁর কোনো কারণে হারিয়ে যায়, তাহলে তাঁর ওপর হজ ফরজ হবে না।

Leave a Comment