আয়াতের অর্থ : ‘যে স্তন্য পানকাল পূর্ণ করতে চায় তার জন্য মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর স্তন্য পান করাবে। বাবার দায়িত্ব যথাবিধি তাদের ভরণ-পোষণ করা যখন তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করবে, তখন যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।’ (সুরা : বাকারা, আয়াত : ২৩৩-২৩৪)
আয়াতদ্বয়ে শিশুকে দুধ পান করানোর বিধান বর্ণনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান:
১. সন্তানকে স্তন্যদান করা মায়ের জন্য ওয়াজিব। শরয়ি অপারগতা ছাড়া অসন্তুষ্টির কারণে স্তন্যদান বন্ধ করলে গুনাহ হবে।
২. স্তন্যদানকারী মায়ের ভরণ-পোষণের দায়িত্ব তার বাবার। ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত সে সাধ্যানুযায়ী তা বহন করবে। আর ইদ্দত শেষ হওয়ার পর মা উপযুক্ত পারিশ্রমিক পাবে
৩. স্তন্যদানের পূর্ণ সময় দুই বছর। এটা শিশুর অধিকার। তবে হানাফি মাজহাব অনুসারে ৩০ মাস পর্যন্ত এর অবকাশ আছে। এরপর স্তন্যদান করা হারাম। (মাআরেফুল কোরআন : ১/৫৪৭ ও ৫৪৮)
৪. মা-বাবার বিচ্ছেদের পর সন্তানের স্তন্যদান ও তার প্রতিপালনে মা অন্য নারীর ওপর অগ্রাধিকার পাবে।
৫. সন্তানঝগড়া-বিবাদের উপলক্ষ বানানো বা তাকে মাধ্যম করে পরস্পরের ক্ষতি করা নিষিদ্ধ। (তাফসিরে মুনির : ১/৭৩৪ ও ৭৩৬)