বিভিন্ন সময়ে গ্রাম বা শহরে ঘুরতে যায় অনেকেই। এসব স্থানে প্রবেশের আগে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা ও অকল্যাণ থেকে মুক্তি চেয়ে দোয়া করা সুন্নত। রাসুল (সা.) কোনো গ্রামে এলে নিম্নের দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الشَّياطِينِ وَمَا أَضْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ أَهْلِهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ أَهْلِهَا، وَشَرِّ مَا فِيهَا
উচ্চারণ : (আল্লাহুম্মা রব্বাসসামাওয়াতিস সাবয়ি ওয়ামা আজলালনা, ওয়ারব্বাল আরাদিনাস সাবয়ি ওয়ামা আকলালনা, ওয়া রব্বাশ শায়াতিনি ওয়ামা আদলালনা, ওয়া রব্বাররিয়াহি ওয়ামা জারাইনা, আসআলুকা খাইরা হাজিহিল কারয়াতি ওয়া খাইরা আহলিহা ওয়া খাইরা মা ফিহা। ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা)।
অর্থ : হে আল্লাহ, সাত আসমান ও তা যা কিছু ছায়া দিয়ে রেখেছে তার রব, সাত জমিন ও তা যা ধারণ করে রেখেছে তার রব, শয়তানদের ও তারা যাদের পথভ্রষ্ট করেছে তাদের রব, বাতাস ও তা যা উড়িয়ে নেয় তার রব, আমি আপনার কাছে এ জনপদের কল্যাণ, এখানকার অধিবাসীর কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার কাছে এ জনপদের অনিষ্ট থেকে, এখানকার অধিবাসীদের অনিষ্ট থেকে এবং সেখানকার অনিষ্ট থেকে আশ্রয় চাই।
হাদিস : সুহাইব (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) প্রবেশের উদ্দেশ্যে কোনো গ্রাম দেখলে উল্লিখিত দোয়া পড়তেন। (সুনানে কুবরা, ২৫৬/৫; মুসতাদরাকে হাকিম, ৬১৪/১