কোক স্টুডিও বাংলা-র নতুন গান ‘দেওড়া’

নৌকা বাইচের সময় ছন্দ ও শক্তি বজায় রাখতে এই গান গাওয়া হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে জনপ্রিয় এই নৌকা প্রতিযোগিতা সাধারণত বর্ষা ও শরৎকালে আয়োজিত হয়। গানটিতে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম ইয়ুথ আইকন প্রীতম হাসান এবং জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ইসলাম উদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন বাংলাদেশের প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনীত শিল্পী আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।

ফজলু মাঝি এবং প্রীতম হাসানের লেখা গানের কথায় মাঝিদের কথা ফুটে উঠেছে। পেশাদার নৌকা বাইচের খেলোয়াড় ফজলু মাঝির নিজস্ব দলও রয়েছে। তার দলের অংশগ্রহণ দেওড়া গানটিকে প্রাণবন্ত করে তুলেছে।

‘দেওড়া’ গান প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারজুড়ে আমি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি, যা দর্শক-শ্রোতাদের কল্পনাকে জাগিয়ে তুলতে পারবে। কোক স্টুডিও বাংলা আমাকে আরও নতুন ধরনের কিছু করার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে। দেওড়া এমন একটি গান যার সাথে সবাই নিশ্চিতভাবে গলা মেলাবেন। এই গান সবার মাঝে সঙ্গীতের ম্যাজিক জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

আরমীন মুসা বলেন, ‘দেওড়া-তে কাজ করা একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। বেশ কয়েকজন শিল্পী ও কয়্যার মিলে একসাথে কাজ করলে ম্যাজিক্যাল কিছুর সৃষ্টি হয়।’

একই গানের শিল্পী ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘ছোটবেলা থেকেই আমি পালাগান চর্চা ও পারফর্ম করে আসছি। আমি এই শিল্পকে ভালোবেসেছি, এর জন্যই আমার জীবনকে উৎসর্গ করেছি। কোক স্টুডিও বাংলা-র প্ল্যাটফর্মে এই শিল্পটিকে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আশা করি, তরুণ প্রজন্ম এই ফিউশন পছন্দ করবে এবং বাংলা গানের এই ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত হবে।’

‘দেওড়া’-র মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে বড় প্ল্যাটফর্মে বিশ্বের সামনে উপস্থাপন করতে চাচ্ছে কোক স্টুডিও বাংলা।

Leave a Comment