মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘সুলতানপুর’। চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির পরিচালিত সিনেমায় ইভিনয় করেছেন চিত্রনায়িকা অধরা খান ও সাঞ্জু জন। আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে বলে জানান নির্মাতা।
মুক্তির আগে অন্তর্জালে অবমুক্ত করা হয়েছে এই সিনেমার প্রথম গান। যার শিরোনাম ‘জানরে’। এই গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের গায়ক স্নিগ্ধজিত। আর এতে কেড়েছেন সিনেমার পাত্র-পাত্রী অধরা খান ও সাঞ্জু জন। এর আগে একই গায়ক ঋত্বিক রোশানের ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন।
এই গায়কের কণ্ঠে বাংলা গান আর সাঞ্জু-অধরার রসায়ন- ভক্তদের মুগ্ধ করেছে বলে নেট মাধ্যমে চখ রাখলে বোঝা যায়।
গানটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয় শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাচ্ছে দর্শক শ্রোতারা।’
‘সুলতানপুর’ সিনেমাটিতে মূখ্য দু’টি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন। নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্যা লিডার’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটি ছিল এই নির্মাতার প্রথম সিনেমা। এর দীর্ঘ কয়েক বছর পর তিনি আরো একটি পলিটিক্যিাল থ্রিলার অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হলেন তিনি।