আলভী-তিথির ‘ভাইব’

শেষ হয়েছে ঈদুল ফিতরের আমেজ। একটি উৎসবের আমেজ না কাটতেই ছোট পর্দার তারকাদের ঈদুল আযহার আমেজ শুরু হয়ে গেছে। সম্প্রতি শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাইব’এর শুটিং। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি।

‘ভাইব’ নাটক নিয়ে অভিনেতা যাহের আলভী সময়ের কন্ঠস্বরকে বলেন, আমি চেষ্টা করেছি ভাল একটা কাজ দর্শককে উপহার দেয়ার। এখন দর্শকদের বুঝে নাটককে কাজ করার চেষ্টা করি। কারণ দিনশেষে আমি দর্শকদের। তারাই আমার কাজ দেখে, আলোচনা-সমালোচনা করেন। আশা করব দর্শক ‘ভাইব’ দেখে আলাদা একটা ভাইব পাবে।

অভিনেত্রী ইফফাত আরা তিথির ভাষ্যমতে, দর্শক পিউর বিনোদন পাবে ‘ভাইব’ নাটকে। ট্রেন্ডি ঘারানার বেশ জমজমাট গল্পের একটা নাটক। রয়েছে নানা সাসপেন্সও। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

এই নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। তিনি বলেন, সানজিদ খান প্রিন্স বলেন, আলভী তিথীসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল এরেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি। এর আউটপুট টা স্ক্রিনে দৃশ্যমান হবে আশা করি।

ট্রেন্ডি ঘারানার নাটক যার পরতে পরতে রয়েছে উচ্চ মার্গীয় বিনোদনের ছাপ। যা সকল শ্রেনীর দর্শক দের মনে বিশুদ্ধ বিনোদনের দ্যুতি ছড়াবে। নাটকটি আগামী ঈদুল আযহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে যুক্ত হবে বলে নির্মাতা জানান।

দয়াল সাহা’র রচনায় এই নাটকে আরও অভিনয় করেছেন রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।

Leave a Comment