অভিনয়ও করেছেন ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন

এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। সম্প্রতি এ পদে নিয়োগের পর বুশরা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। গত ক’দিন তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। যে যার মত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন।

তবে এসব ছাপিয়ে জানা গেল নতুন তথ্য। শোবিজের সঙ্গেও যোগ আছে বুশরার। অভিনয় করেছেন তিনি, একইসঙ্গে একজন সিনেমা প্রযোজকও।

নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’তে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেন তিনি। স্বল্পদৈর্ঘ্যটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় বুশরাকে।

২০২১ সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্যটিতে দেখা যায় এই ‘হিট অফিসার’কে।

শুধু অভিনয় নয়, একই পরিচালকের আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত সিনেমা ‘মশারি’র প্রযোজকও বুশরা। যা সিনেমাটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বুশরা এশিয়ার প্রথম সিএইচও। চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেতৃত্বে দেবেন। এ ক্ষেত্রে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন।

Leave a Comment