ঢালিউড সিনেমা ইন্ডাষ্ট্রিতে ঈদুল ফেতরের আমেজ শেষ না হতেই ঈদুল আযহার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ঈদে সিনেমা মুক্তি দেয়ার জন্য শুরু হয়েছে তোরজোড়। ঈদের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পরা ভীড়, হলভর্তি দর্শকের উন্মাদনা। কোরবানি ঈদের সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। সেসব সিনেমা নিয়েই লিখেছেন রবিউল ইসলাম রুবেল।
প্রিয়তমা
কুরবানি ঈদকে ঘিরে সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রিয়তমা’ শিরোনামের সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে টালিগঞ্জের এক নায়িকাকে। সময়ের কণ্ঠস্বরের সঙ্গে আলাপকালে নির্মাতা হিমেল আশরাফ বললেন, আমরা ‘প্রিয়তমা’ সিনেমাটি কোরবানি ঈদকে টার্গেট করে বানাচ্ছি। আশাকরি এই ঈদে মুক্তি পাবে।
অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের সিনেমাটিতে আগামী ০৮ মে থেকে শাকিব খান শুটিং শুরু করবেন। ‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।
রিভেঞ্জ
২০২১ সালের মে মাসে শুরু হয়েছিল ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ। গত বছর এফডিসিতে এই সিনেমার দৃশ্যয়নের কাজ শেষ হয়। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মাদ ইকবাল।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক জিয়াউল রোশান। আগামী কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা। তিনি বলেন, আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিব আশা করি। কয়েকদিনের মধ্যে সেন্সরে জমা দিব সিনেমাটি।
সুড়ঙ্গ
রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় হাজির হতে চলেছেন আফরান নিশো। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। এতে নিশোর বিপরীতে ভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।
আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী নিজেই। সিনেমাটি নির্মিত হয়েছে চরকি ও আলফা আইয়ের ব্যানারে।
লাল শাড়ি
গত রমজান ঈদে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তির কথা থাকলেও এ বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার শতভাগ সম্ভাবনা আছে বলে সময়ের কণ্ঠস্বরকে জানান সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বলেন, এটা অনুদানের সিনেমা। তাই মন্ত্রণালয়ে প্রিভিউ করে মুক্তির পথে আগাতে হবে। সেটা হয়ে যাবে তাড়াতাড়ি এবং ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। অভিনয়ের সঙ্গে এই সিনেমার প্রযোজকও এই নায়িকা। এতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
ক্যাসিনো
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের সিনেমা। ঈদুল আযহাতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছে নির্মাতা নিজেই। নির্মাতা জানালেন, ঈদে ‘ক্যাসিনো’ মুক্তি পাবে। সেন্সরে জমা দিব শীগগিরই। তাঁর আগে জুনের ০২ তারিখ সুলতানপুর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন এবং চিত্রনায়িকা বুবলী।
উল্লেখ্য, ২০১৯ সালে শাকিব খানের বাইরে প্রথম অন্য নায়কের সঙ্গে বুবলীর প্রথম জুটি বাঁধেন ক্যাসিনো সিনেমায়।
এমআর-নাইন
বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর নির্মাণ করেছেন ‘এমআর-নাইন’ শিরোনামের সিনেমা। সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট
হুল প্রতিক্ষিত এই সিনেমাটিও ঈদুল আযহায় মুক্তি পাবে। বিষয়টি সময়ের কণ্ঠস্বকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিজেই।
দেশীয় শিল্পীদের মধ্যে এবিএম সুমন ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন সাজ্জাদ, আনিসুর রহমান মিলন ও শহিদুল আলম সাচ্চু। আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল।
অন্তর্জাল
সাইবার যুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটঁই পরিচালনা করেছেন দীপংকর দীপন। আসছে কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে। ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনকে।
নেত্রী দ্য লিডার
দুই বছর আগে ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। শুটিং ও শেষ হয়েছে বলে জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক নায়ক অনন্ত জলিল। কোরবানির ঈদে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে হাজির হবেন বলে সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।
নেত্রী দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াত পেমুখ। এছাড়াও রয়েছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত
প্রহেলিকা
বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় এবং সিনেমার প্রশংসিত নায়ক মাহফুজ আহমেদ। আসন্ন ঈদুল আযহায় চিত্রনায়িকা বুবলীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় প্রত্যাবর্তন করবেন ‘প্রহেলিকা’ শিরোনামের সিনেমা দিয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ঈদে ‘প্রহেলিকা’ নিয়ে দর্শকদের মাঝে হাজির হব।
এই সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবেই এ সিনেমায় ধরা দেবেন মাহফুজ।
উল্লেখিত সিনেমা ছাড়াও আরও সিনেমা যুক্ত হতে পারে বলে জানা গেছে। কোরবানির ঈদেও জমজমাট সিনেমার প্রতিযোগিতা হবে বলে আভাস মিলছে। তবে দর্শক চাহিদায় এগিয়ে থাকে কার সিনেমা সেটা সময় এলেই বোঝা যাবে।