ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু পানীয় লাগে: নোবেল

‘আমি দেখতে কেমন, আমার উচ্চতা, গায়ের রং বা অন্যান্য কিছু নিয়ে নেতিবাচক মন্তব্য করলে খারাপ লাগে। এর জন্য আমি দায়ী নই, এর কিছুই আমার হাতে নেই। এর কোনো পরিবর্তনও আমি করতে পারব না। শক্ত থাকার চেষ্টা করলেও মাঝেমধ্যে খারাপ লাগে। দুশ্চিন্তায় থাকলে আমার ভাই ও পরিবারের লোকেরা সাপোর্ট দেয়।’ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য কীভাবে নেন প্রশ্নে এমন কথা বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

তিনি আরও বলেন, ‘আমার চরিত্রের কথা বলার স্টাইল, অভিনয় ও কাজ নিয়ে কথা বললে ফিডব্যাক হিসেবেই নেওয়ার চেষ্টা করি। কারণ, এগুলো আমি পরিবর্তন করতে পারব। কিন্তু ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কথা বললে খারাপ লাগে।’

Leave a Comment