শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম: অপু বিশ্বাস

‘বিয়ে করার আগে চিন্তা করবেন। আমার মতো হুটহাট সিদ্ধান্ত নিয়ে কেউ বোকামি করবেন না। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিবের সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম।’ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস এমন মন্তব্য করেন শাকিব খানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে।

শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললে এই নায়িকার মা তাকে থাপ্পড় দিতেন জানিয়ে বলেন, ‘মা একটা সময় শাকিবের সঙ্গে কথা বলতে দিতো না, ঘুরতে দিতো না। মা আমাকে কড়া শাসনে রাখতেন। তিনি বলতেন কাজের বাইরে কোনো কিছু করা যাবে না। আমি যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, ছবিগুলো হিট হলো। তখনও মা তার জায়গায় শক্ত অবস্থানে ছিলেন। শাকিবের কথা বললেই মা অনেক রাগ করতেন, যদি অতিরিক্ত কথা বলতাম তখন থাপ্পড়ও দিতেন।’

অপু আরও বলেন, ‘একদিন মায়ের সঙ্গে শাকিবের হট টক হয়েছিল। মা তখন বলেছিলেন, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘোরো। আমি আমার মেয়েকে অনেক ভালোবেসে বড় করেছি। তখন শাকিব মাকে বলেছিল, আমি ওকে (অপু বিশ্বাস) সম্মান করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তারপর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল।’

উল্লেখ্য, ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

Leave a Comment