ইবির হলে ধীরগতির ইন্টারনেট সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: দীর্ঘদিন ধরে কচ্ছপ গতির ইন্টারনেট সেবার উপযুক্ত সুরাহা না হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র শহীদ জিয়াউর রহমান হলের প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থীরা হলের প্রধান ফটকে অবস্থান নেন। এছাড়াও নানা সমস্যায় জর্জরিত হলটিতে কাঙ্ক্ষিত পরিসেবা মিলছেনা বলে দাবি অধিকাংশ শিক্ষার্থীদের।

রবিবার (০৭ মে) সকাল ১২টা থেকে হল গেটে অবস্থান নেন তারা। এর আগে হল প্রভোস্টের সাথে মুঠোফোনে শিক্ষার্থীদের এসব বিষয় নিয়ে কথা হলে তিনি আশানুরূপ সমাধান না দিয়ে উল্টো ফান্ড সংকট উল্লেখ করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে আন্দোলনে নামে।

এসময় ‘বেতন-ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’ হলের নিরাপত্তা নিশ্চিত করুন, ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন, ওয়াইফাই এর স্থায়ী সমাধান চাই, হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথার কোন ভিত্তি নেই’ -হল প্রভোস্ট, প্রমূখ প্লেকার্ড ও স্লোগানে উত্তপ্ত হয় ফটক প্রাঙ্গন।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত হলে নেই তেমন কোন সংস্কারকাজ। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট জরুরী হলেও হলের ওয়াই-ফাই এর করুণ দশা প্রভোস্টকে একাধিকবার অবহিত করলেও মেলেনি কাঙ্ক্ষিত সেবা। নিয়ে ক্ষুব্ধ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

হলটির শিক্ষার্থী শাহিন আলম জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা এসব সমস্যাগুলো নিয়ে বারংবার হল কর্তৃপক্ষের সাথে কথা বললেও দৃশ্যমান কোন সমাধান হয়নি।

এ বিষয়ে হলটির ডেপুটি রেজিস্ট্রার তারিক উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট সংযোগ ডিভাইসের মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে, এ মুহূর্তে আমাদের বাজেট সংকট থাকায় এই সমস্যার উপযুক্ত সমাধান করতে অপারগ।

এ প্রসঙ্গে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রভোস্ট কল রিসিভ করেনি।

Leave a Comment