শুধু তরকারি খেতে দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

ভারতের উড়িষ্যায় ভাত রান্না না করে শুধু তরকারি রান্না করায় রেগে গিয়ে স্ত্রীকে হত্যা করেছে তার স্বামী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার (০৭ মে) রাতে ভারতের উড়িষ্যার জামনকিরা থানার নুয়াধী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার উড়িষ্যার সম্বলপুর জেলায় ঘাতক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৪০ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম সনাতন ধারুয়া এবং তার মৃত স্ত্রীর নাম পুষ্প ধারুয়া। পুষ্পর বয়স ছিল ৩৫ বছর। তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

ঘটনার দিন অর্থাৎ রোববার রাতে তাদের ছেলে তার বন্ধুর বাড়িতে ঘুমাতে গিয়েছিল, তাদের মেয়ে কুচিন্দায় গৃহকর্মী হিসেবে কাজ করে। সনাতন সেদিন বাড়ি ফিরে এসে দেখেন, পুষ্প শুধু তরকারি রান্না করেছে ভাত নয়। এই বিষয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সনাতন তার স্ত্রীকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে।

তাদের ছেলে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুষ্পর লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে। গতকাল মৃতের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment