টর্নেডোর তাণ্ডবে তছনছ ফ্লোরিডা

কোথাও ভেঙে পড়েছে গাছ। আবার কোথাও দামি দামি গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খেলনার মতো । কোনও গাড়ি আবার অন্য গাড়ির মাথায় উঠে গিয়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

এমনই ধ্বংসের ছবি ধরা পড়েছে ফ্লোরিডায়। শনিবার রাতে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে চারপাশ।

টর্নেডোর তাণ্ডবের নানা ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, তখনও কালো মেঘে ঢাকা আকাশ। চারদিকে লন্ডভন্ড হয়ে গিয়েছে। একটা গাড়ি ঝড়ে অন্য গাড়ির উপর উঠে গিয়েছে।

Leave a Comment