যে কারণে হোম ড্রেসিংরুমে বাংলাদেশ

স্বাগতিক দল সব ক্ষেত্রেই সর্বোচ্চ সুবিধা নেয়। হোম ড্রেসিংরুম বলে যেমন একটা কথা আছে, যা সবসময় স্বাগতিক দলের জন‍্য বরাদ্দ। তবে চেমসফোর্ডে ব‍্যতিক্রম ঘটছে। স্বাগতিক আয়ারল্যান্ড নয়, চেমসফোর্ডের ক্লাউডএফএম কাউন্টি গ্রাউন্ডের হোম ড্রেসিংরুম ব‍্যবহার করবে বাংলাদেশ।

চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডের ড্রেসিংরুম এক ভবনে, দোতলা স্বাগতিক দলের আর নীচতলা সফরকারী দলের। সেটাই চূড়ান্ত ছিল। কিন্তু টিকিট বিক্রির হিড়িক দেখে আইরিশ ক্রিকেট বোর্ডই ড্রেসিংরুম বরাদ্দে পরিবর্তন এনেছে। দর্শকদের প্রায় নব্বই ভাগ প্রবাসী বাংলাদেশী। তাতে নীচতলার ড্রেসিংরুম অরক্ষিত হয়ে উঠতে পারে ভেবে বাংলাদেশকে স্বাগতিকদের জন‍্য বরাদ্দ হোম ড্রেসিংরুম দিয়েছে আইরিশরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১২ এবং ১৪ মে।

Leave a Comment