কিংস-মোহামেডানের ফাইনালে ওঠার লড়াই

প্রিমিয়ার লিগে উড়ছে বসুন্ধরা কিংস। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে অনেকটা। কোনো অঘটন না ঘটলে শিরোপা উৎসবে মাততে যাচ্ছেন অস্কার ব্রুজোনের শিষ্যরাই। এরই মাঝে ফেডারেশন কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। সেমিফাইনালে রবসন রোবিনহো-দরিয়েলতন গোমেজদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপে এবারই প্রথমবার মুখোমুখি এই দুই দল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

কমলাপুরের মেয়াদোত্তীর্ণ টার্ফে খেলানোয় বাফুফের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মৌসুমে ফেডারেশন কাপে খেলেনি বসুন্ধরা কিংস। তাই এই টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে কিংসের। আজ মোহামেডানকে হারিয়ে তিন নম্বর শিরোপার পথ মসৃণ করতে চায় কিংস। তবে নক আউট ম্যাচে ফেভারিট বলে কিছু নেই বলছেন অস্কার ব্রুজোন। তাই সাদা-কালোদের নিয়ে বেশ সতর্ক কিংসের স্প্যানিশ এই কোচ, ‘কঠিন ম্যাচ হতে যাচ্ছে। নক আউট ম্যাচের ক্ষেত্রে আগেভাগে কিছু বলা যায় না। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। আর মোহামেডান সব সময়ই আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে। তাই আমরা সতর্ক হয়েই মাঠে নামব। অবশ্যই আমরা জেতার জন্যই খেলব। আমাদের লক্ষ্য ফাইনালে খেলা।’
মোহামেডানের বিপক্ষে মুখোমুখি দেখায় বসুন্ধরা কিংসের জয়ের পাল্লা বেশ ভারী। সব মিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। বসুন্ধরা কিংসের জয় ছয়টি। বিপরীতে সাদা-কালোদের জয় মাত্র একটিতে। ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। ২০০৯ সালের পর আর এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি দশবারের চ্যাম্পিয়ন মোহামেডান। প্রায় ১৪ বছর পর ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ক্লাবটি। নামে, ভারে, শক্তিতে মোহামেডানের চেয়ে অনেক এগিয়ে বসুন্ধরা কিংস। কিন্তু মাঠে শতভাগ নিংড়ে দিয়ে কিংসকে হারানোর স্বপ্ন দেখছেন দলটির ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন, ‘কিংস আমাদের চেয়ে ভালো দল। এই ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী।’

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস পাচ্ছে না নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমানকে। কুঁচকির চোটের কারণে আগের দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। আনিসুরের অনুপস্থিতিতে কিংসের গোলপোস্টের নিচে তরুণ মেহেদি হাসানের ওপরেই আস্থা রেখেছেন কোচিং স্টাফরা। গত দুই ম্যাচের মতো আজও শুরুর একাদশে তাঁকে দেখা যেতে পারে। মোহামেডানের কপাল পোড়াতে পারেন দুই ব্রাজিলিয়ান— রোবিনহো ও দরিয়েলতন, যাঁরা আছেন দারুণ ছন্দে। সঙ্গে আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা যদি জ্বলে ওঠেন, তাহলে আরো একটি ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরা কিংসের।

Leave a Comment