পেনাল্টির নতুন নিয়ম

আগামী ১ জুলাই থেকে বিশ্ব ফুটবলে আসছে পেনাল্টির নতুন নিয়ম। পরশু রাতে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

নিয়ম পাল্টানোর নেপথ্যে আছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের খেলোয়াড়দের মনোযাগ নষ্ট করতে নানারকম শারীরিক অঙ্গভঙ্গি দেখান তিনি। খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করতে একাধিকবার বল দূরেও পাঠিয়ে দিয়েছেন আর্জেন্টাইন শেষ প্রহরী।

নতুন নিয়ম অনুসারে পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড়কে বিরক্ত করতে পারবেন না গোলরক্ষকরা।

খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয় এমন কোনো অঙ্গভঙ্গিও দেখানো যাবে না। পেনাল্টি শট নেওয়ার সময় গোলরক্ষককে থাকতে হবে পোস্টের মাঝামাঝি গোললাইনে।

খেলোয়াড় শট নেওয়ার আগ পর্যন্ত গোলপোস্ট, ক্রসবার কিংবা জালও ছুঁতে পারবেন না তিনি। কোন দিকে বল মারতে হবে এমন ইশারাও দেওয়া যাবে না।

Leave a Comment