ইংল্যান্ডে গিয়ে তাসকিনকে মিস করছেন হাসান মাহমুদ

বাংলাদেশের বোলাররা করেছেন ১৬ ওভার ৩ বল। এর মধ্যেও নিশ্চয়ই একটা ডেলেভারি চোখ আটকে থেকেছে সবার।

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে হাসান মাহমুদ বোল্ড করেছেন যে বলটিতে। ৯ বলে ৫ রান করা বালবার্নির পক্ষে প্রায় কিছুই করা সম্ভব ছিল না এই বলে।
হাসান মাহমুদ গত কয়েক মাসে ঘরের মাঠে মুগ্ধ করছিলেন নিয়মিতই। কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে তিনি খেলতে গিয়েছিলেন প্রথমবার। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ৫ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। পেস সহায়ক কন্ডিশনে হাসান মাহমুদের পরিকল্পনা কেমন ছিল?

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটিই জানাচ্ছিলেন হাসান, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল- ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদেরকে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা। ’

‘আমরা মোটামুটি খুব ভালো শুরু করেছি আমি ও শরিফুল। ওদের দুইটা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছে। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম। এরকম কন্ডিশনে ভালো করার একটাই ওয়ে- ডোনাল্ড যেটা বলেছে যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানোর চেষ্টা করা। বক্সের মধ্যে বল করা। স্টাম্প টু স্টাম্প যদি বল করতে পারি তাহলে খুব ভালো হয় আর কী। গড়ে খুবই ভালো একটা ফিগার দাঁড়ায়। ’

শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আইরিশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন হাসান মাহমুদ। পাওয়ার প্লের ১০ ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট নেন তারা। দুজনেই ছিলেন ইনজুরিতে, সেখান থেকে ফিরে ভালো করার স্বস্তি ছিল হাসানের কণ্ঠে। সঙ্গে তিনি জানিয়েছেন ইনজুরির কারণে সিরিজ মিস করা তাসকিন আহমেদকে মিস করার কথা।

তিনি বলেন, ‘শুরুতে বলবো যে আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যেহেতু আমরা দুজনেই ইনজুরির মধ্যে ছিলাম কিছু সময় ধরে। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই ইনজুরিতে, উনি আবার কামব্যাক করবে ইন শা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ’

‘সব মিলিয়ে বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছে। চেষ্টা করবো আমরা সবাই মিলে একটা ইউনিট হিসেবে কাজ করতে পারি বাংলাদেশ দলের জন্য। সবাই দোয়া করবেন। ’

নিজেদের ভালো করার পেছনে কোচ ডোনাল্ডের ভূমিকার কথা জানান হাসান, ‘আমাদের পেস বোলিং যে বিভাগ আছে, তারা অনেক ভালো করছে। ইংলিশ কন্ডিশনেও খুবই ভালো একুরেসি ও ভালো শেপে আছে। এর পেছনে ডোনাল্ডের অনেক পরিশ্রম আছে। ও আমাদের ওর আগের অভিজ্ঞতা শেয়ার করে কীভাবে কী করলে ভালো হয়। ওর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি, ও অনেক কিছু শেয়ার করে আমাদেরকে। ওই টিপসগুলো সাহায্য করে এসব জায়গায়। ’

Leave a Comment