লিটনকে চাবুকের মতো ব্যাট চালানোর পরামর্শ শান্তর

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, ওপেনার লিটন দাসকে নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। লম্বা সময় ধরে ছন্দে নেই এই ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলিয়েও তাকে ফর্মে ফেরাতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

তাই এবার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে গতকাল সোমবার (২৭ মে) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝড়ান লিটন-শান্তরা।

সেখানে লিটনের ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে শান্তকে। নিজে বল থ্রো করে কিভাবে প্রতিটা শট আরও বেশি নিখুঁতভাবে খেলা যায় লিটনকে সেই পরামর্শই দিচ্ছিলেন শান্ত। ভুল শোধরানোর পাশাপাশি দিচ্ছিলেন অনুপ্রেরণাও।

বল ছুঁড়তে ছুঁড়তে এক পর্যায়ে বলেই বসলেন ব্যাট চালাতে হবে চাবুকের মতো। শান্তর সেই পরামর্শ আমলে নিয়ে সেইভাবেই ব্যাটিংয়ের চেষ্টা করেন লিটন।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টের আগে লিটনের ছন্দে ফেরাটা বেশ জরুরি।

Leave a Comment