সোশাল মিডিয়ায় নিজের মৃ’ত্যুর গু’জব শুনেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এসব বিষয়কে পাত্তা দিতে চান না। রোববার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।






অপ’প্রচা’রকারীরা মৃ’ত্যুর মতো বিষয়কে নিয়েও ‘গু’জ’ব ছড়াচ্ছে উল্লেখ করে হাসতে হাসতে তিনি বলেন, মৃ’ত্যু সংবাদ নিয়েও যে…বসুরহাটে কলেজ ময়দানে জানা’জাও হয়েছে, আমি শুনলাম। জানাজা হয়েছে, তার পরে আমার গ্রামের বাড়িতে ক’বর দিছে।
তিনি বলেন, শোনেন এসব প্রশ্ন করে লাভ নাই। এসব বিষয়গুলা খুবই নোংরা’মি। এই নোং’রা রাজনীতি যারা করে…কুকু’রের কাজ ক’কুর করেছে, কা’মড় দিয়েছে পায়; তাই বলে কু’কুরকে কাম’ড়ানো কি মানুষের শোভা পায়?






ডিজিটাল নিরাপত্তা আইনে গুজ’ব রটনা’কারীদের বিরু’দ্ধে ব্যবস্থা নেবেন কি না, এ প্রশ্নের উত্তরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, দেখুন এসব বিষয়গুলা আমি পা’ত্তা দেই না। আমি এগুলা কোনো গুরুত্ব দেই না। এই নোং”রামিগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, প্রাইম মিনিস্টারকে নিয়ে যা করছে, সেই তুলনায় এটা কিছুই না। মন্ত্রীদের নিয়ে যা হচ্ছে, এটা তো অবিরাম চলছে; আর যারা ভালো কাজ করে তাদেরটা আরও বেশি করছে।
সোশাল মিডিয়ায় নিজের মৃ’ত্যুর গু’জব শুনেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এসব বিষয়কে পাত্তা দিতে চান না। রোববার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।