সড়ক দু’র্ঘটনার সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংসদে সংশোধিত আইন উত্থাপিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দু’র্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংশোধিত আইন সংসদে উত্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পার্কিংসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ অত‍্যধিক বলে যে অভিযোগ আছে তা আবারও আলোচনা করা হবে।

gure
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ‍্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভবিষ্যতে বাংলাদেশে পণ‍্য পরিবহনের চাপ আরও বাড়বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ট্রাক ও উন্নত মানের যন্ত্রাংশ ব‍্যবহার করতে হবে। বাংলাদেশে একটা শিল্পবিপ্লব ঘটে গেছে। ২০০৮ সালে বাংলাদেশকে বদলে দেয়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ কিন্তু ঠিকই বদলে গেছে।

এ সময় সড়কে চাঁদাবাজি নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সড়কে কোনো চাঁদাবাজি হবে না, কমিশন নেয়া যাবে না। কোথাও যদি কেউ চাঁদাবাজি হয়, তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ব‍্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *