আমারও ইচ্ছা আছে সংসদে যাওয়ার: মাহি!

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। নৌকার মনোনিত প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) ২৫ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। যদিও জাতীয় পরিচয়পত্রে কিছুটা জটিলতা থাকায় ভোট দিতে পারেননি এই অভিনেত্রী। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ঘুরেছেন মাহিয়া মাহি।

এ সময় দেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনকে মাহি বলেন, আমার নাচোল উপজেলা থেকে ঘুরে আসলাম। গোমস্তাপুর পুরোটা বাকি আছে। এটা নিয়ে তিন নম্বর কেন্দ্র। আরও কেন্দ্রে ঘুরবো। ভোলাহাটে সকালবেলা গিয়েছিলাম। আবারও যাওয়ার পরিকল্পনা আছে। সামনে যাদেরকেই পাচ্ছি তাদের নৌকায় ভোট দেয়ার জন্য বলছি।

নিজের ভোট না দিতে পারা প্রসঙ্গে মাহি বলেন, আমার কাছে মনে হয়েছে আমার এখানে প্রচারণায় থাকা জরুরি। এখন জাতীয় পরিচয়পত্র ঠিক করতে গেলে চার-পাঁচ দিন সময়ের প্রয়োজন। এই আসন নৌকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এ জন্য প্রচারণা বেশি জরুরি। তাই এখানে রয়ে গেছি আমি। সামনে জাতীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা কী জানতে চাইলে মাহি বলেন, আমি কাজ করে যেতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন কাকে দেয়া যায়। তার সিদ্ধান্তই চূড়ান্ত। ইচ্ছা যে নেই তা কিন্তু নয়। সবারই মনোবাসনা থাকে একবার সংসদে যাওয়ার। সেই ইচ্ছা অভিনেত্রীরও রয়েছে বলে জানালেন। তিনি বলেন, আমারও ইচ্ছা আছে সংসদে যাওয়ার। প্রতিবারই আমি এটা চাইবো।

এর আগে গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় জিয়াউর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *