মালয়েশিয়ায় এক বছরে বাংলাদেশিসহ ২২ হাজারেরও অধিক অবৈধ অভিবাসী আটক

২২ হাজারেরও অধিক অবৈধ অভিবাসী আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত এক বছরে বাংলাদেশিসহ ২২ হাজার ৫৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ৯ হাজার ৭০৯ জন, মিয়ানমারের ৩ হাজার ৬২৭ জন, বাংলাদেশের ২ হাজার ৮৪৫ জন, ১ হাজার ৪৯৪ জন থাইল্যান্ডের, ১ হাজার ৪৬২ জন ভারতের, ১ হাজার ১৬৪ জন ফিলিপাইনের, ৬৫৫ জন পাকিস্তানের, ৪৩৭ জন নেপালের, ৩৬৭ জন কম্বোডিয়ার, ৩৪২ জন ভিয়েতনামের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশটিতে অবৈধ কর্মীদের কাজ দেয়ায় এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৩৪৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশিদের সুরক্ষা নিশ্চিতে এবং দেশটিতে অবৈধদের বসবাস ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিভাগটি কাজ করছে। এছাড়া দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *