অভিনয় নয়, এই বলিউড কিডেরা পেশা হিসেবে যা বেছে নিয়েছেন !

আলিয়া ভাট থেকে অনন্যা পাণ্ডে বহু তারকা সন্তান বিগত কয়েক বছরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছে। কিন্তু এমন কিছু স্টার কিডও রয়েছে বলিউডে যারা বলিউডে পা রাখেননি। বরঞ্চ নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল তাঁরা। যারা অন্য ক্ষেত্রে ইনিংস খেলছে বা এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন তারকা সন্তানদের সম্পর্কে বলব, যারা বলিউডের স্পটলাইট থেকে দূরে রয়েছেন।

নভ্যা নভেলি নন্দা- অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা। বলিউডের ঝলকানি থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। ফরডাম ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর কলেজের সহপাঠীদের সঙ্গে ‘আরা হেলথ’ নামক মহিলাদের জন্য একটি স্বাস্থ্যসেবা ওয়েবসাইট পরিচালনা করেন নভ্যা।

আলিয়া কাশ্যপ- পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। সাহসী পোশাকের জন্য নেটমাধ্যমে হামেশাই চর্চায় থাকেন আলিয়া। একজন ডিজিটাল স্রষ্টা এবং ইউটিউবে ভ্লগ করেন তিনি।

অলন্যা পাণ্ডে- অভিনেত্রী অনন্যা পাণ্ডের বোন অলন্যা পাণ্ডে। নিজের হট অবতারের জন্য নেটমাধ্যমে দারুণ চর্চায় থাকেন অলন্যা। বাগদত্তা আইভরি ম্যাকক্রয়ের সঙ্গে ইউটিউব চ্যানেল চালান তিনি। পাশাপাশি মডেলিংও করেন। ভ্লগে জীবনের অনেক ব্যক্তিগত কথাও শেয়ার করেন অলন্যা।

জাহ্নবী মেহতা- অভিনেত্রী জুহি চ্যাওলার মেয়ে জাহ্নবী মেহতা। জুহি চাওলা জানিয়েছিলেন তাঁর মেয়ে পড়তে ভালোবাসেন। ইঙ্গিত দিয়েছেন যে তিনি কেবল একজন লেখক হিসাবেই তার কেরিয়ার বেছে নিতে পারেন। কিছুদিন আগে আইপিএল-এর নিলামে মা জুহির সঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবীকে।

আদা আলি- বলিউডের সেরা পরিচালক ইমতিয়াজ আলির মেয়ে আদা আলি। আদা নিজের প্রথম শর্ট ফিল্ম ‘লিফট অ্যান্ড প্ল্যান’ লিখেছেন এবং পরিচালনা করেছেন।

বেদান্ত মাধবন- প্যান ইন্ডিয়া অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন ক্রীড়াক্ষেত্রে দেশকে গর্বিত করছেন। বেদান্ত একজন জাতীয় ক্রীড়াবিদ এবং কিছু দিন আগে তিনি মহারাষ্ট্রে সাঁতার চ্যাম্পিয়নশিপে ৭টি পদক জিতেছিলেন।

শাক্য় আখতার- বলিউড অভিনেতা এবং পরিচালক ফারহান আখতারের বড় মেয়ে, শাক্য আখতার একজন ডিজিটাল সামগ্রী নির্মাতা। ইনস্টাগ্রামে শিল্প এবং ফ্যাশন সম্পর্কিত জিনিসগুলি শেয়ার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *