ক্লাসরুমের মধ্যে ছা’ত্রীর স’ঙ্গে আ’প’ত্তিকর অবস্থায় ধরা শিক্ষক !

ছাত্রীর সঙ্গে সম্পর্ক! মা’রধর করে ভি’ডিও তুলে বিয়ে দিয়ে দিলেন গ্রামের বাসিন্দারা। বিহারের নালন্দা জেলার সারি থানা এলাকার এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমের সপ্তাহে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার সারি থানা এলাকার গিলানি গ্রামে একটি বেসরকারি স্কুলের এক শিক্ষকের সঙ্গে তাঁর ছাত্রীকে জড়িয়ে এমন ঘটনা ঘটেছে। শিক্ষককে মা’রধর করে ওই ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিতে বাধ্য করেন এলাকার বাসিন্দারা। তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেন।

সূত্রের খবর, ওই গ্রামের বাসিন্দারা গত বেশ কিছুদিন ধরেই ত’ক্কে ত’ক্কে ছিলেন। তাঁদের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বেসরকারি ওই স্কুলের একটি বন্ধ ঘরে ওই শিক্ষক এক ছাত্রীর সঙ্গে অ’শা’লীন কা’জক’র্ম করেন। সম্প্রতি তাঁরা স্কুলের ওই শিক্ষক এবং ছাত্রীকে ধরে নিয়ে যান। অভিযোগ, বে’ধড়’ক মা’র’ধর করা হয় যুবককে। তারপর তাঁকে বাধ্য করা হয় ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে। জানা গিয়েছে, অভিষেক কুমার নামে ওই শিক্ষক গত মঙ্গলবার স্কুলে একাই ছিলেন। সেখানে আসেন ওই ছাত্রীও। এই খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা তাঁদের উপর চড়াও হন।

পুলিশের দাবি, গোটা ঘটনাটি তাঁরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই জানতে পেরেছেন। এবিষয়ে কোনও তরফেই কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। তবে লিখিত অভিযোগ হলেই তাঁরা পদক্ষেপ করবেন।

এদিকে ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। একদল যেমন স্থানীয় বাসিন্দাদের পক্ষ নিয়ে শিক্ষক হে’নস্থার পক্ষে কথা বলছেন, তেমনই বিপক্ষ মতও জো’রদার। অনেকেই প্রশ্ন তুলেছেন, দু’জন মানুষের মধ্যে সম্পর্ক থাকলে স্থানীয় বাসিন্দাদের কী বলার থাকতে পারে! আবার অনেকেই প্রশ্ন তুলেছেন ছাত্রীর বয়স নিয়ে। নাবালিকা ছাত্রীর সঙ্গে ঠিক কেমন সম্পর্ক পাতিয়েছিলেন অভিষেক কুমার সে প্রশ্ন তুলে অভিষেককে কাঠগড়ায় তুলেছেন অনেকে। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে ছাত্রী নাবালিকা হলে তার সিঁথিতে সিঁদুর দেওয়ার মতো ঘটনা গ্রামবাসী ঘটালেন কী করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *