তারকা মানেই সে সুদর্শন, আদর্শ চেহারার অধিকারী— এমনই প্রচলিত ধারণা চলে আসছে যুগ যুগ ধরে। সেই ভাবনার বশবর্তী হয়ে শিল্পীরা নিজেদের রূপ নিয়ে নানা রকমের পরীক্ষা চালাতেই থাকেন। কেউ ব্যস্ত নাক সুন্দর করতে। কেউ আবার ঠোঁট কিংবা চিবুক। এই কারণে বার বার দর্শকের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অনেককে। সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের নতুন ছবি দেখে বইছে নিন্দার ঝড়।






কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম। মোনালি ঠাকুরের এই ছবি দেখে অনেকে ভাবছেন, ঠোঁটে, নাকে অস্ত্রোপচার করেছেন এই সংগীতশিল্পী।
কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য হলাম। কারো মন্তব্য, মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? একজন লিখেছেন, আপনার নাকে কী হয়েছে?
একজন লিখেছেন, মানুষ নিজেকে নিয়ে কখনো সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম। আরেকজন লিখেছেন, একটা সময় কত সুন্দর ছিল, যা ঈশ্বর প্রদত্ত। কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিস কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আগে যেমন গলা ছিল তেমনি সুন্দরী ছিল। আহা সেকাল।
এসব মন্তব্যের কোনো জবাবই দেননি তিনি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী ঠিকানা তার। তবে বর্তমানে কাজের জন্য ভারতেই রয়েছেন মোনালি।