মুক্তির তৃতীয় সপ্তাহে হল সংখ্যায় শীর্ষে অপু-জয়

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস। ঈদের তৃতীয় সপ্তাহে এসে হল সংখ্যা বেড়ে গিয়েছে। মুক্তির সময় মাত্র ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি এখন হল সংখ্যায় শীর্ষে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, এ সিনেমার গল্প দর্শকদের নতুন ভাবে বিনোদিত করবে। ঈদে শাকিব ভাইয়ের সিনেমা দর্শক বেশি দেখে। তার বাইরে দর্শক যদি ভিন্ন স্বাদ চান তাহলে ‘প্রেম প্রীতির বন্ধন’ এ পাবেন। তাই ঈদে সিনেমাটি মুক্তি কম সংখ্যক হলে পেলেও এবার অনেকগুলো হলে মুক্তি পাচ্ছে।’

গতকাল শনিবার (৭ মে) পুরান ঢাকার নিউ গুলশান সিনেপ্লেক্সে দেখা গিয়েছে দর্শকদের ভীর। অনেকেই দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করতে এসেছেন।

রোমান্টিক ঘরানার সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ নির্মাণ করেছেন নির্মাতা সোলায়মান আলী লেবু। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি প্রযোজনা করেছে উপমা কথাচিত্র।

জানা যায়, এফডিসি ও ঢাকার বাইরের লোকেশন মিলিয়ে ৬৫ দিনে এ সিনেমার শুটিং হয়েছে। আয়োজনের কোনো কমতি রাখা হয়নি।

নিম্নে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার হল তালিকা দেয়া হলো:

নিউ গুলশান (জিনজিরা), সত্যবতী (শেরপুর), সোনালী (টেকেরহাট, মাদারীপুর), বৈশাখী (কালুখালী, রাজবাড়ী), ভাই ভাই (সখিপুর, টাঙ্গাইল), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), লাবনী (সাতক্ষীরা), ছন্দা (হাসনাবাদ) বিলাপ (সাভার), রংধনু (নজীরপুর, নওগা), মনিকা (শায়েস্তাগঞ্জ), মোহন (হবিগঞ্জ), সবুজ (চরফ্যাশন) ঝংকার (বকশিগঞ্জ) ভাই ভাই (দেওয়ানগঞ্জ) মিলন (মাদারীপুর) মনসী (ওলিপুর) রুপসী (ভোলা) সাধনা (রাজবাড়ী), রাজিয়া (নাগরপুর), আনন্দ (গুরুদাসপুর), শাপলা (শ্রীপুর, গাজীপুর), মল্লিকা (উল্লাপাড়া), বাণী (চর আলেকজান্ডার), মাধবী (মধুপুর), ক্লিউপেট্রা (ধুনট, বগুড়া)

Leave a Comment